সাম্প্রতিক চর্চা ০৯
সাম্প্রতিক চর্চা ০৯
প্রশ্ন: পর্যটনে ১১৭ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর: ১১০তম।
প্রশ্ন: ডেঙ্গুতে মৃত্যুহারে বিশ্বে শীর্ষ স্থানে রয়েছে কোন দেশ?
উত্তর: বাংলাদেশ। (২য়- ইন্দোনেশিয়া)
[সূত্র: WHO]
প্রশ্ন: বাংলাদেশের জিডিপিতে পর্যটন খাতের অবদান কত?
উত্তর: ৩%। (দক্ষিণ এশিয়ায় সর্বনিম্ন)
প্রশ্ন: বিশ্ব পর্যটন দিবস কবে পালিত হয়?
উত্তর: ২৭ সেপ্টেম্বর।
প্রশ্ন: এ পর্যন্ত কতজন বাংলাদেশি শান্তিরক্ষী জাতিসংঘ মিশনে দায়িত্ব পালনকালে শহীদ হয়েছেন?
উত্তর: ১৬৮ জন।
প্রশ্ন: ভুটানের কোন অর্থনৈতিক অঞ্চলকে কুড়িগ্রামের সঙ্গে যুক্ত করার প্রস্তাব দেন শেরিং টোবগে?
উত্তর: গেলেফু মাইন্ডফুলনেস সিটি (জিএমসি)।
প্রশ্ন: বিবিএস প্রকাশিত ‘উৎপাদনশীল ও টেকসই কৃষি জরিপ-২০২৫’ অনুযায়ী, দেশের মোট কৃষিজমির পরিমাণ কত শতাংশ?
উত্তর: ৫৫ দশমিক ৬৩ শতাংশ।
প্রশ্ন: ‘নিদ্রার চর’ কোন জেলায় অবস্থিত?
উত্তর: তালতলী, বরগুনা।
প্রশ্ন: জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রতিটি সদস্যরাষ্ট্র সর্বোচ্চ কতজন প্রতিনিধি প্রেরণ করতে পারে?
উত্তর: ৫ জন।
প্রশ্ন: ফিফা-২০২৬ বিশ্বকাপের মাসকট কতটি?
উত্তর: ৩টি (ম্যাপল, জায়ু ও ক্লাচ)।
প্রশ্ন: একটি রাষ্ট্রের মূল উপাদান কয়টি?
উত্তর: ৪টি।
প্রশ্ন: দেশের প্রথম আধুনিক সুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট (এসটিপি) কোথায়?
উত্তর: দাশেরকান্দি, ঢাকা।
Join Our Telegram Channel
চাকরির বিজ্ঞপ্তি, নোটিশ, MCQ পরীক্ষার আপডেট ও PDF পেতে এখনই আমাদের Telegram চ্যানেলে যোগ দিন।
👉 Join Telegram