সাম্প্রতিক চর্চা ১৬
সাম্প্রতিক চর্চা ১৬
প্রশ্ন: বিশ্বের সর্বাধিক পেটেন্ট দাখিলকারী প্রতিষ্ঠান কোনটি?
উত্তর: হুয়াওয়ে।
প্রশ্ন: বিশ্ব শিশু দিবস কবে পালিত হয়?
উত্তর: প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার (২০২৫ সালে ৬ অক্টোবর)।
প্রশ্ন: ‘বাগরাম বিমানঘাঁটি’ কোন দেশে অবস্থিত?
উত্তর: আফগানিস্তান। (ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এই বিমানঘাঁটি ফেরত চাইলে এটি আলোচনায় আসে)
প্রশ্ন: বাংলাদেশ ওষুধ শিল্পের প্রধান কাঁচামাল এপিআই (Active Pharmaceutical Ingredients)-এর কত শতাংশ আমদানি নির্ভর?
উত্তর: ৯৫ শতাংশ।
প্রশ্ন: COP-30 সম্মেলন ব্রাজিলের বেলেম শহরে অনুষ্ঠিত হবে কবে?
উত্তর: আগামী ১০ থেকে ২১ নভেম্বর ২০২৫।
প্রশ্ন: মানবাধিকারকর্মী ও আলোকচিত্রী শহিদুল আলম ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলার’ কোন নৌবহরে অবস্থান করছেন?
উত্তর: কনশানস নৌবহরে।
প্রশ্ন: ২০২৪-২৫ অর্থবছরে বিদেশ থেকে আসা রেমিট্যান্সের পরিমাণ কত?
উত্তর: ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার।
প্রশ্ন: আমেরিকা ও রাশিয়ার মধ্যে ‘নিউ স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি (নিউ-স্টার্ট)’ অস্ত্র চুক্তির মেয়াদ কত সাল পর্যন্ত বৃদ্ধি পেয়েছে?
উত্তর: ২০২৬ সাল পর্যন্ত।
প্রশ্ন: চলতি অর্থবছরের প্রথম ৩ মাসে বাংলাদেশ থেকে কত ডলারের পণ্য রপ্তানি হয়েছে?
উত্তর: ১,২৩১ কোটি ডলার। (সূত্র: ইপিবি)
প্রশ্ন: গাজা যুদ্ধবিরতি আলোচনা কোথায় শুরু হচ্ছে?
উত্তর: মিসরের রিসোর্ট শহর শাম এল-শেখে (৬ অক্টোবর ২০২৫)।
প্রশ্ন: ইলন মাস্কের এক্সএআই (xAI)-এর তৈরি উইকিপিডিয়ার প্রতিদ্বন্দ্বী ডিজিটাল বিশ্বকোষের নাম কী?
উত্তর: Grokipedia।
প্রশ্ন: WIPO-এর “Patent Cooperation Treaty (PCT) Yearly Review 2025” অনুযায়ী সর্বাধিক পেটেন্ট দাখিল করেছে কোন দেশ?
উত্তর: চীন – ৭০,১৬০টি। (দ্বিতীয়: যুক্তরাষ্ট্র – ৫৪,০৮৭টি)
প্রশ্ন: ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ কোন দুই দেশের যৌথ মহড়া?
উত্তর: বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র।
Join Our Telegram Channel
চাকরির বিজ্ঞপ্তি, নোটিশ, MCQ পরীক্ষার আপডেট ও PDF পেতে এখনই আমাদের Telegram চ্যানেলে যোগ দিন।
👉 Join Telegram