সাম্প্রতিক চর্চা ৩৩
সাম্প্রতিক চর্চা ৩৩
প্রশ্ন: বিশ্বের শীর্ষ স্বর্ণ ব্যবহারকারী দেশ কোনটি?
উত্তর: চীন।
প্রশ্ন: আইএমএফের হিসাব অনুযায়ী, চলতি বছরে বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে কত?
উত্তর: ২৭.৩৫ বিলিয়ন ডলার।
প্রশ্ন: ডিসিসিআই-এর তথ্য মতে, ঢাকা জেলার মানুষের বর্তমান মাথাপিছু আয় কত?
উত্তর: ৫ হাজার ১৬৩ মার্কিন ডলার।
প্রশ্ন: সম্প্রতি বাংলাদেশের কোন স্কুল ইউনেস্কোর কনফুসিয়াস স্বাক্ষরতা পুরস্কার লাভ করেছে?
উত্তর: সিধুলাই ভাসমান স্কুল।
প্রশ্ন: সরকারি কর্মজীবীদের জন্য প্রস্তাবিত ব্যাংকের নাম কী?
উত্তর: সরকারি কর্মচারী ব্যাংক।
প্রশ্ন: বাংলাদেশের ইতিহাসে প্রথমবার যুক্তরাষ্ট্র থেকে সরকারিভাবে আমদানি করা গমের পরিমাণ কত?
উত্তর: ৫৭ হাজার টন। (G2G চুক্তির আওতায় মোট ৪ লাখ ৪০ হাজার টন গম আমদানি করা হবে)
প্রশ্ন: বাংলাদেশের জন্য চীনের শুল্কমুক্ত সুবিধা নীতিটি বাড়ানো হয়েছে কত সাল পর্যন্ত?
উত্তর: ২০২৮ সাল পর্যন্ত।
প্রশ্ন: বাংলাদেশে বছরে গড়ে গমের চাহিদা কত?
উত্তর: প্রায় ৮০ লাখ টন। (বাৎসরিক উৎপাদন প্রায় ১১ লাখ টন)
প্রশ্ন: পূর্ব তিমুর আসিয়ানের কততম সদস্য রাষ্ট্র হিসেবে যুক্ত হয়েছে?
উত্তর: একাদশ (১১তম)। (যুক্ত হয়: ২৬ অক্টোবর, ২০২৫)
প্রশ্ন: এনবিআরের তথ্যানুযায়ী, চীন থেকে সবচেয়ে বেশি টাকার আমদানি হয় কোন পণ্যটির ক্ষেত্রে?
উত্তর: সুতা। (মূল্য: ৯,৩০৭ কোটি টাকা)
প্রশ্ন: বাংলাদেশের ফ্রিজ শিল্পে আমদানিকৃত যন্ত্রাংশের কত শতাংশ আসে চীন থেকে?
উত্তর: ৭০–৮০ শতাংশ।
Join Our Telegram Channel
চাকরির বিজ্ঞপ্তি, নোটিশ, MCQ পরীক্ষার আপডেট ও PDF পেতে এখনই আমাদের Telegram চ্যানেলে যোগ দিন।
👉 Join Telegram