সাম্প্রতিক চর্চা ০৩

সাম্প্রতিক চর্চা ০৩

সাম্প্রতিক চর্চা ০৩

প্রশ্ন: বাংলা ভাষাকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হয় পাকিস্তানের সংবিধানের কত নং অনুচ্ছেদে?
উত্তর: ২১৪ নং অনুচ্ছেদে

প্রশ্ন: ইউনেস্কো কত সালে জামদানিকে বাংলাদেশের জিআই নির্দেশক পণ্য হিসেবে স্বীকৃতি দেয়?
উত্তর: ২০১৬ সালে

প্রশ্ন: বৈশ্বিক উদ্ভাবন সূচক ২০২৫-এ বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর: ১০৬তম (১ম – সুইজারল্যান্ড)

প্রশ্ন: আসন্ন নারী ওয়ানডে বিশ্বকাপে প্রথমবারের মতো নারী আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবে কোন বাংলাদেশি?
উত্তর: সাথিরা জাকির জেসি

প্রশ্ন: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক ড. শামসুজ্জোহা কত তারিখে শহিদ হন?
উত্তর: ১৮ ফেব্রুয়ারি ১৯৬৯ (প্রথম শহিদ বুদ্ধিজীবী)

প্রশ্ন: ২২ সেপ্টেম্বর ২০২৫ জাতিসংঘে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে আন্তর্জাতিক সম্মেলনের আয়োজককারী দেশ কোন দুটি?
উত্তর: ফ্রান্স ও সৌদি আরব

প্রশ্ন: ট্রাম্প প্রশাসনের নতুন নীতিমালা ‘এইচ-১বি’ কী?
উত্তর: ভিসা-সংক্রান্ত নতুন নীতিমালা

প্রশ্ন: পেট্রোবাংলার তথ্যানুযায়ী, দেশে বর্তমানে গ্যাসক্ষেত্রের সংখ্যা কত?
উত্তর: ২৯টি (উৎপাদনে আছে ২০টি)

প্রশ্ন: ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশনে অংশগ্রহণ করবে?
উত্তর: ৮০তম

প্রশ্ন: বর্তমানে বিশ্বে LDC-ভুক্ত দেশের সংখ্যা কত?
উত্তর: ৪৪টি (সূত্র: UNCTAD)

প্রশ্ন: বিদেশী খেতাব নিতে হলে রাষ্ট্রপতির অনুমোদন লাগবে সংবিধানের কত নং অনুচ্ছেদে বলা হয়েছে?
উত্তর: ৩০ নং অনুচ্ছেদ

প্রশ্ন: “আন্তর্জাতিক শান্তি দিবস” কবে পালিত হয়?
উত্তর: ২১ সেপ্টেম্বর

প্রশ্ন: বাংলাদেশ প্রথমবার জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সেনাবাহিনী পাঠায় কত সালে?
উত্তর: ১৯৮৮ সালে

প্রশ্ন: দ্বি-শিখর আগ্নেয়গিরি মাউন্ট ‘লেওটোবি লাকি-লাকি’ কোন দেশে অবস্থিত?
উত্তর: ইন্দোনেশিয়া (ফ্লোরেস দ্বীপে)

প্রশ্ন: দেশীয় গ্যাসের উৎপাদন বাড়াতে কতটি কূপ খননের উদ্যোগ নিয়েছে অন্তবর্তী সরকার?
উত্তর: ১০০টি




Join Our Telegram Channel

চাকরির বিজ্ঞপ্তি, নোটিশ, MCQ পরীক্ষার আপডেট ও PDF পেতে এখনই আমাদের Telegram চ্যানেলে যোগ দিন।

👉 Join Telegram
💼
Job Solution
🧭
রুটিন
📊
Dashboard
📝
Live Exam

Question Bank