সাম্প্রতিক চর্চা ০৫

সাম্প্রতিক চর্চা ০৫

সাম্প্রতিক চর্চা ০৫

প্রশ্ন: বাংলাদেশের কোন শিক্ষার্থী রাশিয়ায় অনুষ্ঠিত IOCE-তে স্বর্ণপদক জয় করেন?
উত্তর: তাসিন মোহাম্মদ। (জলবায়ু ও পরিবেশবিষয়ক অলিম্পিয়াড)

প্রশ্ন: ‘১৪তম ইন্দো-প্যাসিফিক আর্মি চিফস কনফারেন্স (IPACC) ২০২৫’ কোথায় অনুষ্ঠিত হচ্ছে?
উত্তর: কুয়ালালামপুর, মালয়েশিয়া।

প্রশ্ন: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের মূল পর্ব ‘হাই-লেভেল জেনারেল ডিবেট’ এর সময়সীমা কত?
উত্তর: ২৩-২৭ সেপ্টেম্বর।

প্রশ্ন: সম্প্রতি ফিলিপাইনের উপকূলে আঘাত হানা সুপার টাইফুন ‘রাগাসা’র উৎপত্তিস্থল কোথায়?
উত্তর: ফিলিপাইনের উপকূলবর্তী পশ্চিম প্রশান্ত মহাসাগর।

প্রশ্ন: নারীদের বিভাগে হ্যাটট্রিক ব্যালন ডি’অর জয় করেছেন কোন ফুটবলার?
উত্তর: আইতানা বোনমাতি। (স্পেন)

প্রশ্ন: পুরুষ বিভাগে ব্যালন ডি’অর-২০২৫ এর জয়ী কে?
উত্তর: ফ্রান্সের উসমান দেম্বেলে।

প্রশ্ন: স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে জাতিসংঘের ৫টি স্থায়ী সদস্য দেশগুলোর মধ্যে কতটি দেশ স্বীকৃতি দিয়েছে?
উত্তর: ৪টি। (রাশিয়া, চীন, ইংল্যান্ড, ফ্রান্স)

প্রশ্ন: বিশ্বের কোন দেশে সবচেয়ে বেশি বাংলাদেশি শ্রমিক রয়েছে?
উত্তর: সৌদি আরব। (৩২ লাখ)

প্রশ্ন: পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) জরিপ অনুযায়ী দারিদ্র্যের হার কত বেড়েছে?
উত্তর: ২৮ শতাংশ।

প্রশ্ন: ১৯১৭ সালের কোন ঘোষণার মাধ্যমে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়?
উত্তর: বেলফোর ঘোষণা।

প্রশ্ন: অসলো চুক্তি হয় কত সালে?
উত্তর: ১৯৯৩ সালে।

প্রশ্ন: স্বাধীনতা পুরষ্কার ২০২৫ শিক্ষা ও গবেষণায় কে পেয়েছেন?
উত্তর: বদরুদ্দীন ওমর। (মোট ৭ জন)

প্রশ্ন: নতুন প্রশাসনের অধীনে সিরিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হবে কবে?
উত্তর: ৫ অক্টোবর ২০২৫।

প্রশ্ন: বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী খাসিয়ামারা নদী কোন জেলায় অবস্থিত?
উত্তর: সুনামগঞ্জ।

প্রশ্ন: আমেরিকায় কৃষ্ণাঙ্গদের ভোটাধিকার দেওয়া হয় কত সালে?
উত্তর: ১৮৭০ সালে। (নারীদের—১৯২০ সাল)

প্রশ্ন: শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তর: ১৯৯২ সালে। (কক্সবাজার জেলায়)




Join Our Telegram Channel

চাকরির বিজ্ঞপ্তি, নোটিশ, MCQ পরীক্ষার আপডেট ও PDF পেতে এখনই আমাদের Telegram চ্যানেলে যোগ দিন।

👉 Join Telegram
💼
Job Solution
🧭
রুটিন
📊
Dashboard
📝
Live Exam

Question Bank