সমাস নিয়ে প্রারম্ভিক আলোচনা
বাংলা চর্চা ০১
সমাস
অর্থ ও সংজ্ঞা
- সমাস শব্দের অর্থ: সংক্ষেপ, সংক্ষেপণ, মিলন, একাধিক পদের একপদীকরণ।
- সমাসে একটি দীর্ঘ বক্তব্য বা শব্দগুচ্ছকে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করা হয়।
- সমাসের উদ্দেশ্য: অল্প কথায় অধিক ভাব প্রকাশ করা।
- সংস্কৃত শব্দ সমাস = সম্ + √অস্ + অ (কৃৎপ্রত্যয় সাধিত শব্দ)।
- অর্থসম্পর্কযুক্ত দুই বা ততোধিক পদকে একপদে রূপান্তর করাকে সমাস বলে।
- যেমন: সিংহ চিহ্নিত আসন = সিংহাসন, বীণা পাণিতে যার = বীণাপাণি।
- সমাসের রীতি সংস্কৃত থেকে বাংলা ভাষায় এসেছে।
- বাংলা ভাষায় শব্দনির্মাণের দুটি প্রধান প্রক্রিয়া: (১) প্রত্যয়যোগ (২) সমাস।
- সমাসে পদের মিলন হয়, সন্ধিতে ধ্বনির মিলন হয়।
- সাধারণত সমাসে শেষ পদে কারক বিভক্তি থাকে। (তথ্যসূত্র: ড. মুহম্মদ শহীদুল্লাহ্, বাঙ্গালা ব্যাকরণ, মাওলা ব্রাদার্স, ২০২১, পৃ. ১১৮।)
সমাস সংক্রান্ত পরিভাষা
- সমস্যমান পদ
- যে সকল পদ মিলিত হয়ে সমাস গঠিত হয়।
- যেমন: গতির বেগ = গতিবেগ → “গতির” ও “বেগ” সমস্যমান পদ।
- বিলাত হতে ফেরত = বিলাত ফেরত → “বিলাত” ও “ফেরত” প্রধান, “হতে” গৌণ।
- সমস্তপদ/সমাসবদ্ধ পদ
- সমস্যমান পদগুলো মিলিত হয়ে যে একক পদ তৈরি হয়।
- যেমন: সিংহাসন, নবদিগন্ত।
- পূর্বপদ
- সমাসবদ্ধ পদের পূর্বাংশ।
- যেমন: নবদিগন্ত → “নব” পূর্বপদ।
- পরপদ/উত্তরপদ/অন্ত্যপদ
- সমাসবদ্ধ পদের পরবর্তী অংশ।
- যেমন: নবদিগন্ত → “দিগন্ত” পরপদ।
- ব্যাসবাক্য/বিগ্রহবাক্য/সমাসবাক্য
- যে বাক্যাংশ থেকে সমাস তৈরি হয়।
- যেমন:
- পতাকাশোভিত → “পতাকা দিয়ে শোভিত”
- পরীক্ষা নিয়ন্ত্রক → “পরীক্ষাসমূহের নিয়ন্ত্রক”
সমাসের প্রকারভেদ
বাংলা ভাষায় সমাস মূলত চার প্রকার:
- দ্বন্দ্ব
- উভয় পদের অর্থ প্রধান থাকে।
- যেমন: মা ও বাবা = মা-বাবা (দুটিকেই বোঝায়)।
- কর্মধারয়
- পরপদের অর্থ প্রধান, পূর্বপদ বিশেষণ হিসেবে কাজ করে।
- যেমন: ভাঙা যে হাত = ভাঙাহাত।
- তৎপুরুষ
- পূর্বপদে বিভক্তির লোপ ঘটে, পরপদের অর্থ প্রধান।
- যেমন: নবীনকে বরণ = নবীনবরণ।
- বহুব্রীহি
- পূর্বপদ বা পরপদ কোনোটিই নয়, বরং তৃতীয় অর্থ প্রকাশ পায়।
- যেমন: বীণা পাণিতে যার =বীণাপাণি → সরস্বতীকে বোঝায়, হাত নয়।
অতিরিক্ত সমাস
- অব্যয়ীভাব সমাস → অব্যয় পদের অর্থ প্রধান।
- দ্বিগু সমাস → অনেক ব্যাকরণবিদ কর্মধারয়ের অন্তর্ভুক্ত করেছেন।
- এছাড়াও আছে: প্রাদি, নিত্য, অলুক ইত্যাদি অপ্রধান সমাস।
👉 সারাংশ:
- সমাস = সংক্ষেপণ প্রক্রিয়া।
- উদ্দেশ্য = অল্প কথায় অধিক ভাব।
- প্রধান প্রকার: দ্বন্দ্ব, কর্মধারয়, তৎপুরুষ, বহুব্রীহি।
- অপ্রধান: অব্যয়ীভাব, দ্বিগু প্রভৃতি।
প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নসমূহ (সমাস ও সংশ্লিষ্ট বিষয়)
১. ‘সমাস’ শব্দের অর্থ কী?
- (ক) বিভক্তি
- (খ) প্রত্যয়
- (গ) সংক্ষেপণ ✅
- (ঘ) বিশ্লেষণ
২. পরস্পর অন্বয়যুক্ত দুই বা ততোধিক পদকে এক পদে পরিণত করার নাম—
- (ক) সন্ধি
- (খ) কারক
- (গ) সমাস ✅
- (ঘ) পুরুষ
৩. একাধিক পদের একপদীকরণের নাম—
- (ক) সংশ্লেষণ
- (খ) সংক্ষেপণ
- (গ) সমাস ✅
- (ঘ) বিশ্লেষণ
৪. সমাসের রীতি কোন ভাষা থেকে আগত?
- (ক) সংস্কৃত ✅
- (খ) উর্দু
- (গ) বাংলা
- (ঘ) ফারসি
৫. সমাসবদ্ধ পদের প্রথম অংশকে কী বলা হয়?
- (ক) পূর্বপদ ✅
- (খ) পরপদ
- (গ) উত্তরপদ
- (ঘ) দক্ষিণপদ
৬. সমাসবদ্ধ পদের পরবর্তী অংশকে কী বলা হয়?
- (ক) পশ্চিম পদ
- (খ) পরপদ ✅
- (গ) দক্ষিণপদ
- (ঘ) পূর্বপদ
৭. ব্যাসবাক্যের অপর নাম কী?
- (ক) সরল বাক্য
- (খ) যৌগিক বাক্য
- (গ) বিগ্রহ বাক্য ✅
- (ঘ) জটিল বাক্য
৮. সমাস নিষ্পন্ন পদটির নাম—
- (ক) সমস্তপদ ✅
- (খ) সমস্যমান
- (গ) ব্যাসবাক্য
- (ঘ) বিগ্রহ বাক্য
৯. যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটির নাম—
- (ক) ব্যাসবাক্য
- (খ) সমস্যমান পদ ✅
- (গ) সমাসবদ্ধ পদ
- (ঘ) সমস্তপদ
১০. সমাস ভাষাকে—
- (ক) সংকোচন করে
- (খ) সংক্ষেপ করে ✅
- (গ) অর্থবোধক করে
- (ঘ) বিস্তৃত করে
১১. নিচের কোন শব্দটি সমাসবদ্ধ নয়?
- (ক) গাছপাকা
- (খ) সিংহাসন
- (গ) বিদ্যালয় ✅
- (ঘ) দিলদরিয়া
১২. সাধারণত সমাসে কোন পদে কারক বিভক্তি থাকে?
- (ক) প্রথম পদে
- (খ) শেষ পদে ✅
- (গ) সর্বনাম পদে
- (ঘ) বিশেষ্য পদে
১৩. সমাস কত প্রকার?
- (ক) ৪ প্রকার
- (খ) ৬ প্রকার✅
- (গ) ৮ প্রকার
- (ঘ) ১০ প্রকার
ব্যাখ্যা: প্রচলিত ব্যাকরণে ৬ প্রকার বলা হয়েছে। তবে নবম-দশম শ্রেণির বর্তমান ব্যাকরণ অনুযায়ী সমাস ৪ প্রকার।
১৪. কোন সমাসে উভয় পদই বিশেষ্য?
- (ক) দ্বন্দ্ব ✅
- (খ) তৎপুরুষ
- (গ) কর্মধারয়
- (ঘ) প্রাদি সমাস
১৫. পূর্বপদ ও পরপদ উভয়ের অর্থপ্রাধান্যের ভিত্তিতে নিষ্পন্ন হয় কোন সমাস?
- (ক) দ্বিগু
- (খ) কর্মধারয়
- (গ) তৎপুরুষ
- (ঘ) দ্বন্দ্ব ✅
১৬. দ্বন্দ্ব সমাসে—
- (ক) পূর্বপদের অর্থ প্রাধান্য পায়
- (খ) পরপদের অর্থ প্রাধান্য পায়
- (গ) উভয়পদের অর্থের প্রাধান্য বজায় থাকে ✅
১৭. যে সমাসে পরপদের অর্থই প্রধান, তাকে কোন সমাস বলে?
- (ক) কর্মধারয় ✅
- (খ) তৎপুরুষ
- (গ) বহুব্রীহি
- (ঘ) দ্বিগু
১৮. পূর্বপদে বিভক্তির লোপে এবং পরপদের অর্থ প্রধানভাবে বোঝালে তাকে কী বলে?
- (ক) কর্মধারয়
- (খ) তৎপুরুষ ✅
- (গ) বহুব্রীহি
- (ঘ) দ্বিগু
১৯. কর্মধারয় সমাসে কোন পদ প্রধান?
- (ক) পূর্বপদ
- (খ) পরপদ ✅
- (গ) উভয়পদ
- (ঘ) অন্য পদ
Join Our Telegram Channel
চাকরির বিজ্ঞপ্তি, নোটিশ, MCQ পরীক্ষার আপডেট ও PDF পেতে এখনই আমাদের Telegram চ্যানেলে যোগ দিন।
👉 Join Telegram