ক) ১ টাকা = ১ ক্রেডিট।
খ) রুটিনভুক্ত প্রতিটি পরীক্ষা দিতে ১ ক্রেডিট কাটা হবে।
গ) আগের পুরাতন পরীক্ষা দিতে ১ ক্রেডিট কাটা হবে।
ঘ) এক পরীক্ষায় একবার ক্রেডিট কাটা হলে পরবর্তী ৬ মাস ঐ পরীক্ষায় আর ক্রেডিট কাটা হবে না।
ঙ) প্রতিটি PDF ফাইল ডাউনলোড করতে ০.৫ থেকে ৫ ক্রেডিট পর্যন্ত কাটা হতে পারে।
ঘ) কোন PDF ডাউনলোড করার জন্য একবার ক্রেডিট কাটা হলে ঐ PDF টি ২৪ ঘন্টার মধ্যে যতবার ইচ্ছা ডাউনলোড করা যাবে।
ক) Pay as you go অর্থাৎ যতটুকু আপনার প্রয়োজন ঠিক ততটুকু খরচ।
খ) রুটিনভিত্তিক Live MCQ Exams ও আগের যেকোনো পরীক্ষা দেওয়ার সুযোগ
গ) বিগত সালের প্রশ্নব্যাংক, Job Solution ও চাকরির প্রস্তুতি সহায়ক PDF ডাউনলোড সুবিধা
ঘ) ফ্রিতে MCQ চর্চা, সাম্প্রতিক চর্চা, বাংলা চর্চা, ইংরেজি চর্চা
ঙ) টাকা রিটার্ন নেওয়ার সুবিধা যদি মনে হয় Biddachari তে উপকার হচ্ছে না
১. Biddachari কী?
উত্তর: Biddachari হল একটা শিক্ষা বিষয়ক ওয়েবসাইট যা মূলত চাকরির প্রার্থীদের চাকরির প্রস্তুতিতে সহায়ক ভূমিকা রাখে।
২. Biddachari তে কী কী সুবিধা পাওয়া যাবে?
উত্তর: Biddachari ‘র মূল লক্ষ্য সামান্য কিছু অর্থের বিনিময়ে চাকরির প্রস্তুতি সহায়ক MCQ ভিত্তিক exams নেওয়া এবং সাথে বিগত সালের নিয়োগ পরীক্ষার প্রশ্নব্যাংক ও সমাধানের PDF, Job Solution ও অন্যান্য চাকরির প্রস্তুতি সহায়ক PDF ফাইল সরবরাহ করা।
৩. কীভাবে টাকা কাটা হবে?
উত্তর: ইউজারের যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু টাকা তিনি খরচ করতে পারবেন। একজন ইউজার রেজিস্ট্রেশন সম্পন্ন করে লগইন করে আমাদের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এবং PDF ডাউনলোড দিনে পারবেন। এক্ষেত্রে নিম্নে বর্ণিত হারে টাকা কাটা হবে।
ক) Biddachari তে টাকাকে ক্রেডিট বলে গণ্য করা হবে অর্থাৎ ১ টাকা = ১ ক্রেডিট।
খ) রুটিনভুক্ত প্রতিটি পরীক্ষা দিতে ১ ক্রেডিট কাটা হবে।
গ) আগের পুরাতন পরীক্ষা দিতে ১ ক্রেডিট কাটা হবে।
ঘ) এক পরীক্ষায় একবার ক্রেডিট কাটা হলে পরবর্তী ৬ মাস ঐ পরীক্ষায় আর ক্রেডিট কাটা হবে না। অর্থাৎ এক পরীক্ষায় একবারই টাকা কাটা হবে।
ঙ) প্রতিটি PDF ফাইল ডাউনলোড করতে ০.৫ থেকে ৫ ক্রেডিট পর্যন্ত কাটা হতে পারে। অর্থাৎ PDF ফাইল অনুযায়ী ক্রেডিট কম বা বেশি হতে পারে।
ঘ) কোন PDF ডাউনলোড করার জন্য একবার ক্রেডিট কাটা হলে ঐ PDF টি ২৪ ঘন্টার মধ্যে যতবার ইচ্ছা ডাউনলোড করা যাবে।
৪. কীভাবে ক্রেডিট কিনতে হবে?
উত্তর: Buy Credit লিংকে গিয়ে বিকাশ, নগদ বা রকেট মোবাইল একাউন্ট এর মাধ্যে পেইমেন্ট ফরমে টাকা নির্ধারিত নাম্বারে সেন্ডমানি করে টাকা পাঠাতে হবে। টাকা পাঠানোর ৫ থেকে ৩০ মিনিটের মধ্যে একজন admin সব যাচাই করে ইউজারের একাউন্টে ক্রেডিট যুক্ত করে দেবে। যা ব্যবহার করে ইউজার পরীক্ষা দিতে পারবে এবং PDF ডাউনলোড দিতে পারবে।
৫. ক্রেডিটের কি কোন নির্দিষ্ট মেয়াদ থাকবে?
উত্তর: না, ক্রেডিটের কোন মেয়াদ থাকবে না। ইউজার যতদিন ইচ্ছে সেটা ব্যবহার করে পরীক্ষা দিতে পারবেন এবং PDF ডাউনলোড করতে পারবেন।
৬. টাকা কি রিফান্ড করা যায়?
উত্তর: হ্যাঁ। ইউজার চাইলেই তার টাকা রিফান্ড করতে নিতে পারবেন। তবে ইউজার যদি পরীক্ষা দিয়ে বা PDF ডাউনলোড করে কোন ক্রেডিট খরচ করে তবে সেই পরিমাণ টাকা সে ফেরত পাবেন না। ইউজারের Biddachari তে বর্তমান ব্যালেন্স যত থাকবে সেটা তিনি রিফান্ড নিতে পারবেন। তবে রিফান্ড নেওয়ার সময় বিকাশ বা নগদ বা রকেটে সেন্ডমানি করার খরচ ইউজারের ব্যালেন্স থেকে কাটা হবে। অর্থাৎ রিফান্ড করার সময় যদি ইউজারের বিকাশে টাকা সেন্ডমানি করতে ৫ টাকা খরচ হয় তবে ইউজার তার ব্যালেন্স অপেক্ষা ৫ টাকা কম পাবে। টাকা রিফান্ড নিতে support@biddachari.com এ যোগাযোগ করতে হবে।
৭. Biddachari’র ফিচারসমূহ কী কী?
উত্তর: Biddachari’র ফিচার গুলো হল:
ক) Pay as you go অর্থাৎ যতটুকু আপনার প্রয়োজন ঠিক ততটুকু খরচ।
খ) রুটিনভিত্তিক Live MCQ Exams ও সাথে থাকছে আগের যেকোনো পরীক্ষা দেওয়ার সুযোগ।
গ) বিগত সালের প্রশ্নব্যাংক, Job Solution ও চাকরির প্রস্তুতি সহায়ক PDF ডাউনলোড করার সুবিধা।
ঘ) ফ্রিতে থাকছে MCQ চর্চা, সাম্প্রতিক চর্চা, বাংলা চর্চা, ইংরেজি চর্চা ফিচারগুলো।
ঙ) যদি মনে হয় Biddachari তে আপনার কোন উপকার হচ্ছে না তবে টাকা রিটার্ন নেওয়ার সুবিধা।
Join Our Telegram Channel
চাকরির বিজ্ঞপ্তি, নোটিশ, MCQ পরীক্ষার আপডেট ও PDF পেতে এখনই আমাদের Telegram চ্যানেলে যোগ দিন।
👉 Join Telegram