MCQ চর্চা ০৩

MCQ চর্চা ০৩

MCQ চর্চা ০৩ – সাম্প্রতিক বিষয়াবলী

১. ‘১৪তম ইন্দো-প্যাসিফিক আর্মি চিফস কনফারেন্স (IPACC) ২০২৫’ কোথায় অনুষ্ঠিত হচ্ছে?
(ক) ঢাকা
(খ) টোকিও
(গ) কুয়ালালামপুর
(ঘ) সিঙ্গাপুর
উত্তর: (গ) কুয়ালালামপুর, মালয়েশিয়া

২. জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ‘হাই-লেভেল জেনারেল ডিবেট’ এর সময়সীমা কত?
(ক) ২১-২৫ সেপ্টেম্বর
(খ) ২৩-২৭ সেপ্টেম্বর
(গ) ২৫-২৯ সেপ্টেম্বর
(ঘ) ২০-২৪ সেপ্টেম্বর
উত্তর: (খ) ২৩-২৭ সেপ্টেম্বর

৩. নারীদের বিভাগে হ্যাটট্রিক ব্যালন ডি’অর জয় করেছেন কে?
(ক) আলেক্সিয়া পুটেলাস
(খ) আইতানা বোনমাতি
(গ) মেগান রাপিনো
(ঘ) মার্তা
উত্তর: (খ) আইতানা বোনমাতি (স্পেন)

৪. ২০২৫-২৬ অর্থবছরের (জুলাই-সেপ্টেম্বর ২১ দিন পর্যন্ত) মোট রেমিট্যান্স এসেছে কত?
(ক) ৬২৩ কোটি ডলার
(খ) ৬৯৩ কোটি ডলার
(গ) ৭০১ কোটি ডলার
(ঘ) ৬৫৫ কোটি ডলার
উত্তর: (খ) ৬৯৩ কোটি ডলার

৫. বাংলাদেশের কোন শিক্ষার্থী রাশিয়ায় অনুষ্ঠিত IOCE-তে স্বর্ণপদক জয় করেন?
(ক) তাসিন মোহাম্মদ
(খ) মাহির রহমান
(গ) নাফিসা জাহান
(ঘ) আরিফ হোসেন
উত্তর: (ক) তাসিন মোহাম্মদ

৬. সুপার টাইফুন ‘রাগাসা’র উৎপত্তিস্থল কোথায়?
(ক) বঙ্গোপসাগর
(খ) দক্ষিণ চীন সাগর
(গ) ফিলিপাইনের উপকূলবর্তী পশ্চিম প্রশান্ত মহাসাগর
(ঘ) আরব সাগর
উত্তর: (গ) ফিলিপাইনের উপকূলবর্তী পশ্চিম প্রশান্ত মহাসাগর

৭. পুরুষ বিভাগে ব্যালন ডি’অর-২০২৫ এর জয়ী কে?
(ক) কিলিয়ান এমবাপে
(খ) উসমান দেম্বেলে
(গ) আর্লিং হালান্ড
(ঘ) লিওনেল মেসি
উত্তর: (খ) উসমান দেম্বেলে (ফ্রান্স)

৮. জাতিসংঘের ৫টি স্থায়ী সদস্য দেশের মধ্যে কতটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে?
(ক) ২টি
(খ) ৩টি
(গ) ৪টি
(ঘ) ৫টি
উত্তর: (গ) ৪টি (রাশিয়া, চীন, ইংল্যান্ড, ফ্রান্স)

৯. বিশ্বের কোন দেশে সবচেয়ে বেশি বাংলাদেশি শ্রমিক রয়েছে?
(ক) মালয়েশিয়া
(খ) সংযুক্ত আরব আমিরাত
(গ) সৌদি আরব
(ঘ) কাতার
উত্তর: (গ) সৌদি আরব (৩২ লাখ)

১০. আমেরিকায় কৃষ্ণাঙ্গদের ভোটাধিকার দেওয়া হয় কত সালে?
(ক) ১৮৬৫
(খ) ১৮৭০
(গ) ১৯০০
(ঘ) ১৯২০
উত্তর: (খ) ১৮৭০ (নারীদের—১৯২০)

১১. অসলো চুক্তি হয় কত সালে?
(ক) ১৯৯০
(খ) ১৯৯১
(গ) ১৯৯২
(ঘ) ১৯৯৩
উত্তর: (ঘ) ১৯৯৩

১২. পিপিআরসি জরিপ অনুযায়ী দারিদ্র্যের হার কত বেড়েছে?
(ক) ২৫%
(খ) ২৬%
(গ) ২৮%
(ঘ) ৩০%
উত্তর: (গ) ২৮%

১৩. স্বাধীনতা পুরষ্কার ২০২৫ শিক্ষা ও গবেষণায় কে পেয়েছেন?
(ক) আনিসুজ্জামান
(খ) বদরুদ্দীন ওমর
(গ) মুহম্মদ জাফর ইকবাল
(ঘ) রফিকুল ইসলাম
উত্তর: (খ) বদরুদ্দীন ওমর (মোট ৭ জন)

১৪. নতুন প্রশাসনের অধীনে সিরিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হবে কবে?
(ক) ১ অক্টোবর ২০২৫
(খ) ৩ অক্টোবর ২০২৫
(গ) ৫ অক্টোবর ২০২৫
(ঘ) ৭ অক্টোবর ২০২৫
উত্তর: (গ) ৫ অক্টোবর ২০২৫

১৫. বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী খাসিয়ামারা নদী কোন জেলায় অবস্থিত?
(ক) সিলেট
(খ) সুনামগঞ্জ
(গ) ময়মনসিংহ
(ঘ) কুড়িগ্রাম
উত্তর: (খ) সুনামগঞ্জ

১৬. শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে?
(ক) ১৯৯০
(খ) ১৯৯১
(গ) ১৯৯২
(ঘ) ১৯৯৩
উত্তর: (গ) ১৯৯২ (কক্সবাজার)

১৭. ১৯১৭ সালের কোন ঘোষণার মাধ্যমে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়?
(ক) ক্যাম্প ডেভিড ঘোষণা
(খ) বেলফোর ঘোষণা
(গ) অসলো ঘোষণা
(ঘ) সান রেমো ঘোষণা
উত্তর: (খ) বেলফোর ঘোষণা

১৮. ২০২৩ সালে মোট বৈশ্বিক ঋণ কত দাঁড়িয়েছে?
(ক) ২৩৫ ট্রিলিয়ন মার্কিন ডলার
(খ) ২৪৫ ট্রিলিয়ন মার্কিন ডলার
(গ) ২৫১ ট্রিলিয়ন মার্কিন ডলার
(ঘ) ২৫৫ ট্রিলিয়ন মার্কিন ডলার
উত্তর: (গ) ২৫১ ট্রিলিয়ন মার্কিন ডলার

১৯. বৈশ্বিক ঋণ বর্তমানে বিশ্ব জিডিপির কত শতাংশের বেশি?
(ক) ২০০%
(খ) ২১৫%
(গ) ২৩০%
(ঘ) ২৩৫%
উত্তর: (ঘ) ২৩৫%

২০. IMF-এর তথ্যমতে ২০২৩ সালে সরকারি ঋণের পরিমাণ কত?
(ক) ৯৭.৫ ট্রিলিয়ন ডলার
(খ) ৯৮.৩ ট্রিলিয়ন ডলার
(গ) ৯৯.২ ট্রিলিয়ন ডলার
(ঘ) ১০০.৫ ট্রিলিয়ন ডলার
উত্তর: (গ) ৯৯.২ ট্রিলিয়ন ডলার

২১. বর্তমান বিশ্বে দ্রুততম মানব হিসেবে কে পরিচিত?
(ক) উসাইন বোল্ট
(খ) ইয়োহান ব্লেক
(গ) অবলিক সেভিল
(ঘ) ক্রিশ্চিয়ান কোলম্যান
উত্তর: (গ) অবলিক সেভিল (সেন্ট থমাস পারিশ, জ্যামাইকা)

২২. সিরিয়ার প্রেসিডেন্ট কত বছর পর জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন?
(ক) ৫০ বছর
(খ) ৫৫ বছর
(গ) ৫৮ বছর
(ঘ) ৬০ বছর
উত্তর: (গ) ৫৮ বছর

২৩. রোহিঙ্গা মুসলিম ও মায়ানমারের অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চ পর্যায়ের সম্মেলন কবে অনুষ্ঠিত হবে?
(ক) ২৮ সেপ্টেম্বর
(খ) ২৯ সেপ্টেম্বর
(গ) ৩০ সেপ্টেম্বর
(ঘ) ১ অক্টোবর
উত্তর: (গ) ৩০ সেপ্টেম্বর

২৪. বর্তমানে দেশে ইন্টারনেট ও অ্যাপস দিয়ে ব্যাংকিং সেবা গ্রহণকারীর সংখ্যা কত?
(ক) প্রায় ৬০ লাখ
(খ) প্রায় ৭০ লাখ
(গ) প্রায় ৮০ লাখ
(ঘ) প্রায় ৯০ লাখ
উত্তর: (গ) প্রায় ৮০ লাখ (সূত্র: বাংলাদেশ ব্যাংক)

২৫. সম্প্রতি কোন ব্যাংক থেকে বাংলাদেশের পাচার হওয়া অর্থ ফেরত আনার আদেশ দিয়েছে আদালত?
(ক) ব্যাংক অব আমেরিকা
(খ) সিটি ব্যাংক
(গ) রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশন
(ঘ) ডিবিএস ব্যাংক
উত্তর: (গ) রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশন (ফিলিপাইন)

২৬. সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠার কথা বলা হয়েছে সংবিধানের কত নং অনুচ্ছেদে?
(ক) ৯২(১) অনুচ্ছেদ
(খ) ৯৩(১) অনুচ্ছেদ
(গ) ৯৪(১) অনুচ্ছেদ
(ঘ) ৯৫(১) অনুচ্ছেদ
উত্তর: (গ) ৯৪(১) অনুচ্ছেদ

২৭. ২০২৪-২৫ করবর্ষের ই-রিটার্ন চ্যাম্পিয়ন হয়েছে কোন ব্যাংক?
(ক) জনতা ব্যাংক
(খ) সোনালী ব্যাংক
(গ) অগ্রণী ব্যাংক
(ঘ) রূপালী ব্যাংক
উত্তর: (খ) সোনালী ব্যাংক




Join Our Telegram Channel

চাকরির বিজ্ঞপ্তি, নোটিশ, MCQ পরীক্ষার আপডেট ও PDF পেতে এখনই আমাদের Telegram চ্যানেলে যোগ দিন।

👉 Join Telegram
💼
Job Solution
🧭
রুটিন
📊
Dashboard
📝
Live Exam

Question Bank