MCQ চর্চা ০৪
MCQ চর্চা ০৪
১. কোন রীতি ব্যাকরণের সুনির্ধারিত নিয়ম মেনে চলে?
ক. চলিত রীতি
খ. সাধু রীতি ✅
গ. কথ্য রীতি
ঘ. মৌখিক রীতি
উত্তর: খ
২. লৈখিক রীতির দুটো রূপ কী?
ক. লৈখিক ও মৌখিক
খ. চলিত ও কথ্য
গ. সাধু ও মৌলিক
ঘ. সাধু ও চলিত ✅
উত্তর: ঘ
৩. বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা আছে এমন বর্ণের সংখ্যা কয়টি?
ক. ৩০টি
খ. ২৫টি
গ. ২৮টি
ঘ. ৩২টি ✅
উত্তর: ঘ
৪. যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় তাকে কী বলে?
ক. অল্প প্রাণ
খ. মহাপ্রাণ
গ. অঘোষ
ঘ. ঘোষ ✅
উত্তর: ঘ
৫. ‘বন্ধন’ শব্দের সঠিক অক্ষর বিন্যাস কোনটি? (৩৬তম বিসিএস)
ক. ব+ন্+ধ+ন্
খ. বন্+ধন্ ✅
গ. ব+ন্ধ+ন
ঘ. বান্ + ধন্
উত্তর: খ
৬. ‘বর্ধমান’ শব্দের প্রকৃতি-প্রত্যয় কোন্টি?
ক. বর্ষ + মান
খ. বৃধ + মান
গ. বর্ধ + শানচ
ঘ. বৃধূ + শানচ্ ✅
উত্তর: ঘ
৭. উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?
ক. চাঁদমুখ ✅
খ. শশব্যস্ত
গ. হাতঘড়ি
ঘ. বিষাদসিন্ধু
উত্তর: ক
৮. ‘জনৈক’ শব্দটির সন্ধি বিচ্ছেদ (Rajshahi Krishi Unnayan Bank Senior Officer 2010)
ক. জন + ইক
খ. জন + এক ✅
গ. জনৈ + এক
ঘ. জন + ঈক
উত্তর: খ
৯. ‘নী’ প্রত্যয়যোগে স্ত্রীবাচক শব্দ কোনটি?
ক. জেলেনী ✅
খ. মেথরানী
গ. বাঘিনী
ঘ. চাকরানী
উত্তর: ক
১০. ‘জানালা’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে? (সোনালী ব্যাংক লি. অফিসার (ক্যাশ) ২০১৩; উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ২০১০; পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা ২০০১)
ক. ফারসি
খ. হিব্রু
গ. পর্তুগিজ ✅
ঘ. তুর্কি
উত্তর: গ
১১. দ্বারা, দিয়া, হইতে, থেকে-এগুলোকে বলে (সহকারী পরিচালক, সঞ্চয় পরিদপ্তর-০৭)
ক. অব্যয়
খ. উপসর্গ
গ. অনুসর্গ অব্যয় ✅
ঘ. অনন্বয়ী অব্যয়
উত্তর: গ
১২. “আমার আশীর্বাদ নিয়ো”- বাক্যটি কোন কালের?
ক. সাধারণ বর্তমান
খ. অনুজ্ঞা বর্তমান ✅
গ. সাধারণ অতীত
ঘ. নিত্য অতীত
উত্তর: খ
১৩. “যিনি বিদ্বান, তিনি সর্বত্র আদরণীয়।” এটি কোন ধরনের বাক্য? (৪৩ তম বিসিএস)
ক. সরল বাক্য
খ. জটিল বাক্য ✅
গ. যৌগিক বাক্য
ঘ. খণ্ড বাক্য
উত্তর: খ
১৪. ‘ওহে, আমারে ফিরায়ে লহ বসুন্ধরে।’ এ বাক্যের ‘ওহে’ (ঢাবি খ ইউনিট: ৯৮-৯৯)
ক. কর্তৃকারক
খ. কর্মকারক
গ. সম্বোধন পদ ✅
ঘ. সম্বন্ধ পদ
উত্তর: গ
১৫. ‘এ মাটি সোনার বাড়া’- উদ্ধৃতিতে ‘সোনা’ কোন অর্থে ব্যবহার করা হয়েছে? (২৭তম বিসিএস)
ক. বিশেষণের অতিশায়ন ✅
খ. রূপবাচক বিশেষণ
গ. উপদান বাচক বিশেষণ
ঘ. বিধেয় বিশেষণ
উত্তর: ক
Join Our Telegram Channel
চাকরির বিজ্ঞপ্তি, নোটিশ, MCQ পরীক্ষার আপডেট ও PDF পেতে এখনই আমাদের Telegram চ্যানেলে যোগ দিন।
👉 Join Telegram