সাম্প্রতিক চর্চা ০২

সাম্প্রতিক চর্চা ০২

সাম্প্রতিক চর্চা ০২

প্রশ্ন: বাংলাদেশের প্রথম চালু হওয়া মেট্রোরেল প্রকল্প কোনটি?
উত্তর: এমআরটি লাইন-৬ (উত্তরা থেকে কমলাপুর)

প্রশ্ন: বিবিএস অনুযায়ী, দেশের মোট কর্মসংস্থানের কত শতাংশ ব্যক্তি উদ্যোগের মাধ্যমে হয়?
উত্তর: প্রায় ৬১ শতাংশ

প্রশ্ন: ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন করা হয় কবে?
উত্তর: ১৯ সেপ্টেম্বর

প্রশ্ন: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চালু করা অ্যাপের নাম কী?
উত্তর: বাজারদর (উদ্বোধন: ১৮ সেপ্টেম্বর)

প্রশ্ন: ঢাকা বিশ্ববিদ্যালয় QS Ranking-এ কততম অবস্থানে রয়েছে?
উত্তর: ৫৮৪তম

প্রশ্ন: এডিবির প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ এশিয়ায় ইন্টারনেট ব্যবহারে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর: ষষ্ঠ

প্রশ্ন: কোন আন্তর্জাতিক সংস্থা প্রতি বছর বিশ্বব্যাপী বিশ্ববিদ্যালয়ের Ranking প্রকাশ করে?
উত্তর: কোয়াককোয়ারেলি সায়মন্ডস (QS)

প্রশ্ন: উচ্চ-দক্ষ বিদেশি কর্মীদের জন্য এইচ-১বি ভিসা কোন দেশ প্রদান করে?
উত্তর: যুক্তরাষ্ট্র (USA)

প্রশ্ন: অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনারের প্রধান কে?
উত্তর: ড. বদিউল আলম মজুমদার

প্রশ্ন: পরিবেশ ও জীব-বৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়ন সংবিধানের কত নং অনুচ্ছেদে রয়েছে?
উত্তর: ১৮(ক) অনুচ্ছেদ

প্রশ্ন: জাতিসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী ও অস্থায়ী ১৫ সদস্যের মধ্যে গাজা যুদ্ধবিরতির পক্ষে ভোট দেয় কতটি দেশ?
উত্তর: ১৪টি দেশ

প্রশ্ন: SECRET INTELLIGENCE SERVICE ‘MI6’ (যুক্তরাজ্য) কী ধরনের পোর্টাল?
উত্তর: বিদেশি গুপ্তচরদের জন্য গোপন ওয়েব পোর্টাল

প্রশ্ন: বিশ্বের বৃহত্তম পাম অয়েল রফতানিকারক দেশ কোনটি?
উত্তর: ইন্দোনেশিয়া

প্রশ্ন: পানামা খাল কোন দুটি মহাসাগরকে সংযুক্ত করেছে?
উত্তর: প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগর

প্রশ্ন: থ্রম্বোলাইসিস চিকিৎসা কোন রোগের সাথে সম্পর্কিত?
উত্তর: স্ট্রোক

প্রশ্ন: ‘বাগরাম’ বিমানঘাঁটি কোন দেশে অবস্থিত?
উত্তর: আফগানিস্তান

প্রশ্ন: পিআর (PR) শব্দের অর্থ কী?
উত্তর: সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (Proportional Representation)




Join Our Telegram Channel

চাকরির বিজ্ঞপ্তি, নোটিশ, MCQ পরীক্ষার আপডেট ও PDF পেতে এখনই আমাদের Telegram চ্যানেলে যোগ দিন।

👉 Join Telegram
💼
Job Solution
🧭
রুটিন
📊
Dashboard
📝
Live Exam

Question Bank