সাম্প্রতিক চর্চা ১৭
সাম্প্রতিক চর্চা ১৭
প্রশ্ন: ২০২৫ সালে চিকিৎসাবিজ্ঞান ও শারীরতত্ত্বে নোবেল পুরস্কার পেয়েছেন কারা?
উত্তর: মেরি ই. ব্রাঙ্কো, ফ্রেড রামসডেল এবং শিমন সার্কাগুচি।
প্রশ্ন: ২০২৫ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন কারা?
উত্তর: জন ক্লার্ক, মিশেল এইচ. দেভোরে এবং জন এম. মার্টিনিস।
প্রশ্ন: পেটেন্ট কো-অপারেশন ট্রিটি (PCT) কে পরিচালনা করে?
উত্তর: বিশ্ব মেধাস্বত্ব সংস্থা (WIPO)।
প্রশ্ন: WIPO প্রকাশিত ‘বৈশ্বিক উদ্ভাবনী সূচক (GII) ২০২৫’-এ শীর্ষ দেশ কোনটি?
উত্তর: সুইজারল্যান্ড। (বাংলাদেশের অবস্থান: ১০৬তম)
প্রশ্ন: বাগরাম বিমানঘাঁটি প্রথম নির্মাণ করেছিল কোন দেশ?
উত্তর: সোভিয়েত ইউনিয়ন।
প্রশ্ন: প্রতিবছর জাতীয়ভাবে আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী কবে পালিত হবে?
উত্তর: ৭ অক্টোবর।
প্রশ্ন: বিবিএস-এর তথ্যমতে, দেশে ২০২৪-২৫ অর্থবছরে গড় মূল্যস্ফীতি হয়েছে কত?
উত্তর: ১০ দশমিক ০৩ শতাংশ।
প্রশ্ন: অ্যানথ্রাক্স আক্রান্ত প্রাণীর প্রধান লক্ষণ কী?
উত্তর: জ্বর, শ্বাসকষ্ট ও লোম ঝরা।
প্রশ্ন: প্রথমবারের মতো বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সাধারণ কর্মী নিয়োগ চুক্তি স্বাক্ষরিত হয় কবে?
উত্তর: ৬ অক্টোবর ২০২৫।
প্রশ্ন: কোন আন্তর্জাতিক সংস্থার লিখিত সংবিধান নেই?
উত্তর: কমনওয়েলথ।
প্রশ্ন: বৈশ্বিক মানবাধিকার সংস্থা ‘ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটস (FIDH)’ এর সভাপতির নাম কী?
উত্তর: অ্যালিস মগওয়ে।
প্রশ্ন: ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৪ দশমিক ৮ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে কে?
উত্তর: বিশ্বব্যাংক।
প্রশ্ন: সম্প্রতি সংশোধিত ঢাকাস্থ ওয়ারী বলধা গার্ডেনের নতুন নাম কী?
উত্তর: কুঞ্জবন।
প্রশ্ন: ঢাকাসহ দেশের সব শিল্পকলা একাডেমিতে ‘You Failed to Kill Abrar Fahad’ প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়েছে কবে?
উত্তর: ৭ অক্টোবর ২০২৫, সন্ধ্যা ৭টায়।
প্রশ্ন: ‘আগ্রাসনবিরোধী আট স্তম্ভ’ কোথায় অবস্থিত?
উত্তর: পলাশী চত্বর, ঢাকা বিশ্ববিদ্যালয়।
প্রশ্ন: সম্প্রতি জাতিসংঘের পরমাণু কর্মসূচি বিষয়ক পর্যবেক্ষক সংস্থা IAEA-এর সঙ্গে সমঝোতা ভেঙে দিয়েছে কোন দেশ?
উত্তর: ইরান।
প্রশ্ন: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস থেয়ারওয়ার্ল্ডের “Unlock Big Change” অ্যাওয়ার্ড পান কবে?
উত্তর: ২২ সেপ্টেম্বর ২০২৫।
Join Our Telegram Channel
চাকরির বিজ্ঞপ্তি, নোটিশ, MCQ পরীক্ষার আপডেট ও PDF পেতে এখনই আমাদের Telegram চ্যানেলে যোগ দিন।
👉 Join Telegram