Effective Date: ১৫/০৯/২০২৫
স্বাগতম biddachari.com এ। আমাদের ওয়েবসাইট ব্যবহার করার মাধ্যমে আপনি নিচের শর্তাবলীতে সম্মতি প্রদান করছেন। যদি আপনি এই শর্তগুলো মেনে না নেন, তবে অনুগ্রহ করে ওয়েবসাইট ব্যবহার করবেন না।
1. ব্যবহারকারীর রেজিস্ট্রেশন
- ওয়েবসাইটের সকল পরীক্ষা ও PDF কন্টেন্ট ব্যবহার করতে হলে আপনাকে প্রথমে একটি একাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে।
- রেজিস্ট্রেশনের সময় প্রদত্ত তথ্য অবশ্যই সঠিক ও হালনাগাদ হতে হবে।
2. ক্রেডিট সিস্টেম
- ওয়েবসাইটের সকল পরীক্ষায় অংশগ্রহণ ও PDF ডাউনলোডের জন্য ক্রেডিট প্রয়োজন।
- ১ ক্রেডিট = ১ টাকা (BDT)।
- বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে পেমেন্ট করে ক্রেডিট কেনা যাবে।
- কেনা অব্যবহৃত ক্রেডিট ফেরতযোগ্য। ফেরত নিতে চাইলে support টিমের সাথে যোগাযোগ করতে হবে। তবে ব্যবহৃত ক্রেডিট কোন অবস্থাতেই ফেরতযোগ্য হবে না।
3. পরীক্ষা সংক্রান্ত শর্ত
- প্রতিটি Live Exam (অর্থাৎ নতুন শুরু হওয়া এবং প্রথম ২৪ ঘণ্টার মধ্যে থাকা পরীক্ষা) দিতে ১ ক্রেডিট প্রযোজ্য।
- পুরাতন পরীক্ষা (যেগুলো শুরু হওয়ার পর ২৪ ঘণ্টা অতিক্রান্ত হয়েছে) দিতে ০.৫ ক্রেডিট প্রযোজ্য।
- একজন ব্যবহারকারী একই পরীক্ষা একবার দিলে পরবর্তীতে সেই পরীক্ষায় অংশগ্রহণ করতে অতিরিক্ত কোনো ক্রেডিট প্রয়োজন হবে না।
4. PDF ডাউনলোড সংক্রান্ত শর্ত
- প্রতিটি PDF ডাউনলোড করতে ০.৫ থেকে ২ ক্রেডিট পর্যন্ত প্রয়োজন হতে পারে।
- একটি নির্দিষ্ট PDF এর জন্য একবার ক্রেডিট খরচ করলে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে আবার ডাউনলোড করলে অতিরিক্ত ক্রেডিট লাগবে না।
- আমরা অধিকাংশ PDF ফেসবুক ও গুগল থেকে সংগ্রহ করি এবং ব্যবহারকারীদের সুবিধার্থে সেগুলো সংরক্ষণ ও শেয়ার করি।
- আমরা PDF এর কোন মূল্য গ্রহণ করি না। শুধুমাত্র সংগ্রহ করে ব্যবহারকারীর কাছে পৌছে দেওয়ার পারিশ্রমিক হিসেবে ০.৫ থেকে ২ ক্রেডিট নিয়ে থাকি।
5. কপিরাইট ও কনটেন্ট ব্যবহারের সীমাবদ্ধতা
- biddachari.com এর সব কনটেন্ট (পরীক্ষা, প্রশ্ন, সমাধান, সংগ্রহ করা PDF ইত্যাদি) শুধুমাত্র শিক্ষামূলক ও চাকরির প্রস্তুতির সহায়ক হিসেবে ব্যবহারের জন্য দেওয়া হয়।
- কোনো কনটেন্ট অনুমতি ছাড়া কপি, শেয়ার বা বাণিজ্যিকভাবে ব্যবহার করা যাবে না।
- কোন PDF এর সত্ত্বাধিকারী / লেখক / প্রকাশকের কোন আপত্তি থাকলে অনুগ্রহ করে support@biddabari.com এ যোগাযোগ করলে অনুরোধটি আমরা পাওয়ার ৩ থেকে ৭ দিনের মধ্যে সেই PDF টি ডিলিট করে দেব ইনশাআল্লাহ।
6. পেমেন্ট ও ফেরত নীতি
- বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে ক্রেডিট কিনলে সেটি একাউন্টে সাথে সাথেই যুক্ত হবে।
- কেনা অব্যবহৃত ক্রেডিট ফেরতযোগ্য। ফেরত নিতে চাইলে support টিমের সাথে যোগাযোগ করতে হবে। তবে ব্যবহৃত ক্রেডিট কোন অবস্থাতেই ফেরতযোগ্য হবে না।
7. ব্যবহারকারীর দায়িত্ব
- আপনার একাউন্ট ও পাসওয়ার্ডের গোপনীয়তা রক্ষা করা আপনার নিজস্ব দায়িত্ব।
- কোনো ধরনের অনৈতিক কার্যকলাপ (যেমন হ্যাকিং, ভুয়া একাউন্ট, পরীক্ষায় প্রতারণা ইত্যাদি) করলে আপনার একাউন্ট স্থায়ীভাবে বন্ধ করা হবে।
8. দায় সীমাবদ্ধতা
- আমরা ওয়েবসাইটের সঠিকতা ও ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করি। তবে যেকোনো কারিগরি ত্রুটি, ভুল তথ্য, অথবা কনটেন্টের প্রাপ্যতা নিয়ে কোনো দায়ভার আমাদের থাকবে না।
- ফেসবুক ও গুগল থেকে সংগৃহীত PDF ফাইলগুলোর কপিরাইট সংশ্লিষ্ট উৎসের অধীন। আমরা শুধু সংগ্রহ ও সহজে পাওয়ার সুবিধা দিচ্ছি।
- কোন PDF এর সত্ত্বাধিকারী / লেখক / প্রকাশকের কোন আপত্তি থাকলে অনুগ্রহ করে support@biddabari.com এ যোগাযোগ করলে অনুরোধটি আমরা পাওয়ার ৩ থেকে ৭ দিনের মধ্যে PDF টি ডিলিট করে দেব ইনশাআল্লাহ ।
9. শর্তাবলী পরিবর্তন
- biddachari.com যেকোনো সময় এই Terms & Conditions পরিবর্তন বা সংশোধন করার অধিকার সংরক্ষণ করে।
- পরিবর্তিত শর্তাবলী ওয়েবসাইটে প্রকাশিত হলে তা সাথে সাথেই কার্যকর হবে।
10. যোগাযোগ
যেকোনো প্রশ্ন বা সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন:
📧 ইমেইল: support@biddachari.com